Site icon Jamuna Television

মেক্সিকোয় বোমা বিস্ফোরণে পুলিশ সদস্যসহ ৬ জনের প্রাণহানি

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে জোরালো বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন চার পুলিশ সদস্যসহ ৬ জন। বুধবারের (১২ জুলাই) ওই সংঘাতে আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। এটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে স্থানীয় প্রশাসন। খবর।

বিবৃতিতে জানানো হয়, জেলিসকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দফতর ছিল হামলার লক্ষ্য। সেখানে পাহাড়ায় থাকা নিরাপত্তা সদস্যদের পাশাপাশি জোরালো বিস্ফোরণে প্রাণ গেছে দুই বেসামরিক মেক্সিকানের। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ফায়ার ব্রিগেডের সহযোগিতায় তারা উদ্ধার পান। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।

পুলিশের ধারণা, এ হামলার পেছনে রয়েছে মাদক অপরাধী চক্র। সম্প্রতি, সন্ত্রাসবাদ নির্মূলে বেশ তৎপর লোপেজ সরকার। যে উদ্যোগকে গ্যাংগুলো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।

/এমএন

Exit mobile version