Site icon Jamuna Television

ন্যাটো সদস্য পদের পথে রাস্তায় প্রবেশ করেছে ইউক্রেন: জেলেনস্কি

ন্যাটো সম্মেলনের মধ্য দিয়ে জোটের সদস্যপদের পথে প্রবেশ করেছে ইউক্রেন। প্রয়োজন অনুযায়ী গড়ে তুলেছে শক্তিশালী নিরাপত্তা কাঠামো। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে জোটের নেতাদের সাথে আলোচনার পর রাত্রিকালীন ভাষণে এ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

ভোলদেমির জেলেনস্কি বলেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো ন্যাটোর সদস্যপদের উপযোগী নিরাপত্তা ভিত্তিস্থাপন করেছি। এর আগে নিরাপত্তা কাঠামো কখনও এই পর্যায়ে ছিল না। বিশ্বের শীর্ষ সাত গণতান্ত্রিক দেশ যার নিশ্চয়তা দিয়েছে। জোটের অংশ হওয়ার বিষয়ে সব ধরনের সন্দেহ ও অস্পষ্টতা দূর হয়েছে। এবার সামরিক শক্তিশালী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির দিকে নজর দেবো।

/এমএন

Exit mobile version