Site icon Jamuna Television

বিশ্বে সরকারি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯২ ট্রিলিয়ন ডলারে

গেলো বছর বিশ্বজুড়ে সরকারি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৯২ ট্রিলিয়ন ডলারে। বুধবার (১২ জুলাই) প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

কোভিড মহামারি পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের সরকারকে অতিরিক্ত ঋণ নিতে হয়েছে। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বাজারে তেমন প্রভাব না পড়লেও ঋণের কারণে চাপ পড়েছে দরিদ্র দেশগুলোর ওপর। অনেক দেশই বাধ্য হয়েছে ঋণ নিতে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলো।

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক ঋণের ৩০ শতাংশই উন্নয়নশীল দেশগুলোর। গত দুই দশকে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ বেড়েছে ৫ গুণ। আগামী ১৪ থেকে ১৮ জুলাই জি-টোয়েন্টি গ্রুপের অর্থমন্ত্রী ও ব্যাংক গভর্নরদের সম্মেলনকে সামনে রেখে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

/এমএন

Exit mobile version