Site icon Jamuna Television

জেনিন ক্যাম্প পরিদর্শনে এসে জনরোষের মুখে ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ইসরায়েলি নারকীয়তার এক সপ্তাহ পর জেনিন আশ্রয় ক্যাম্প পরিদর্শন করলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার (১২ জুলাই) শরনার্থী শিবিরে যান তিনি। খবর রয়টার্সের।

ক্যাম্পের বাইরে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। মূলত, ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো ফিলিস্তিনিদের জানাজায় যোগ দিতে এলে জনরোষের মুখে পড়েন আব্বাস প্রশাসনের তিন কর্মকর্তা। সেই ক্ষোভ কমাতেই নিজে এলেন প্রেসিডেন্ট। প্রতিশ্রুতি দেন, শিগগিরই শুরু হবে জেনিন ক্যাম্পের সংস্কার। পাশাপাশি বলেন, দখলদারদের রুখতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

আব্বাস বলেন, শিগগিরই জেনিন ক্যাম্পের সংস্কার শুরু হবে। অতীতের যে অবস্থায় ছিলো শরণার্থী শিবির, তারথেকে ভালো অবস্থানে নেয়াই আমাদের অঙ্গীকার। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো- বজায় রাখতে হবে একতা-নিরাপত্তা ও সুরক্ষা।

গেলো ৩ জুলাই ক্যাম্পে বিশাল পরিসরে আগ্রাসন চালায় ইসরায়েলি নিরাপত্তা বহর। দু’দিনের বর্বরোচিত হামলায় প্রাণ যায় শিশুসহ ১২ ফিলিস্তিনির। মৃত্যুঝুঁকিতে ৩ হাজারের মতো মানুষ ঘর ছাড়তে বাধ্য হন।

এটিএম/

Exit mobile version