Site icon Jamuna Television

আসিয়ান জোটের সাথে সম্পর্ক জোরালো করবে ভারত ও রাশিয়া

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আসিয়ান জোটের সাথে কৌশলগত সম্পর্ক জোরালো করবে ভারত ও রাশিয়া। বুধবার (১২ জুলাই) ৪২তম সম্মেলনে এলো এ প্রতিশ্রুতি। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়ায় দু’দিন ধরে চলছে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জোট, আসিয়ানের সম্মেলন। তাতে অতিথি রাষ্ট্র হিসেবে উপস্থিত ছিলেন ভারত ও রাশিয়ার প্রতিনিধিরা। সেখানে রাখা বক্তব্যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর জানান, আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ আসিয়ান জোট। সেক্ষেত্রে বরাবর জোটের পাশে থাকবে নয়াদিল্লি।

এদিকে নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে অঞ্চলটিতে নিজস্ব স্থাপনা আরও শক্তিশালী করার পক্ষে মতামত জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বক্তব্যে তিনি বলেন, আমরা নিজস্ব স্থাপনা শক্তিশালী করার জন্য দাঁড়িয়েছি, যা এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও টেকসই উন্নয়নের ভিত্তি হওয়া উচিত। জানি আমাদের অবস্থান সবার পছন্দ নয়। তবে রাশিয়া কারো প্রাধাণ্য দেয়াকে গুরুত্ব দেয় না। বরং কাজের উদ্দেশ্যকে সামনে রাখে।

এটিএম/

Exit mobile version