Site icon Jamuna Television

তৃতীয় রাতের মতো কিয়েভে ড্রোন হামলা, নিহত বেসামরিক নাগরিক

তৃতীয় রাতের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রুশবহর। বুধবার (১২ জুলাই) প্রাণ হারালেন এক বেসামরিক নাগরিক, আরও ৪ জন আহত। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার ভোরে এক বিবৃতিতে এসব তথ্য জানান, মেয়র ভিটালি ক্লিশকো। তিনি বলেন, রাজধানীর ৪টি জেলা লক্ষ্য করে ছোড়া হয়েছে ড্রোন। লোকালয়ের আবাসিক ভবন তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পোডিলস্কি জেলার একটি বহুতল দালানের একাংশ ধসে পড়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অন্তত ১১টি ড্রোন ধ্বংস করেছে তারা। সবগুলোই ইরানের নির্মিত শহিদ ড্রোন। মাত্র একদিন আগেই কিয়েভ ও আশপাশের এলাকায় ২৮টি ড্রোন ছোড়ে পুতিনের সেনাদল। ন্যাটো সম্মেলন চলাকালে ইউক্রেনের রাজধানীতে হামলা জোরদার করেছে রাশিয়া।

এটিএম/

Exit mobile version