Site icon Jamuna Television

এডিস নিয়ন্ত্রণে বিশেষ কন্ট্রোল রুম চালু

ছবি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস

ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম বিশেষ কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ঢাকা দক্ষিণ সিটির স্থাপন করা বিশেষ কন্ট্রোল রুম থেকে এ লাইভ মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় মেয়র বলেন, আজ থেকে ৭৫টি ওয়ার্ডের মশক নিধন কার্যক্রম লাইভ মনিটরিং করা হচ্ছে। কীভাবে কাজ চলছে তা দেখার পাশাপাশি কন্ট্রোল রুম থেকে বিভিন্ন ধরনের নির্দেশনাও দেয়া হবে।

তিনি বলেন, কোনো ভবন, স্থাপনা বা স্থানে মশকের প্রজননের উপযোগী পরিবেশ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় অঞ্চল ৫ এর মশক নিধন সুপারভাইজারের সঙ্গে কন্ট্রোল রুম থেকে সংযুক্ত হন মেয়র। এরপর সেখানে মশক নিধন কার্যক্রম লাইভ দেখে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এটিএম/

Exit mobile version