Site icon Jamuna Television

‘ফেভারিট যেই হোক, আমরা সিরিজ জিততে চাই’

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারার পর; সিলেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডেতে প্রথম দুই ম্যাচে দলটির কাছে পাত্তাই পায়নি টাইগাররা। টি-টোয়েন্টি পরিসংখ্যানেও আফগানরা ফেভারিট। তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এসব মানতে চান না। তার একটাই লক্ষ্য, আফগানদের বিপক্ষে সিরিজ জয় করা।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ (১৩ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের ভাবনার কথা জানান টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি রেকর্ড থেকে আত্মবিশ্বাস নেয়ার কিছু নেই। এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি। সিলেটের মাঠেও রেকর্ড ভালো নয়। ২০১৮ সালে দু’টি টি-টোয়েন্টি খেলে দুটিতেই হেরেছিল বাংলাদেশ। তবে এই সংস্করণে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড আবার অনুপ্রেরণাদায়ী। গত জানুয়ারিতে বাংলাদেশ দল ইংল্যান্ডকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজও জিতেছে ২-১ এ। দুটি সিরিজেই বাংলাদেশ খেলেছে আক্রমণাত্মক মেজাজে।

এই সিরিজেও সে ধারা বজায় রাখতে চান সাকিব। তিনি বলেন, আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই। ঘরের মাঠে সবশেষ দু’টি সিরিজই আমরা ভালো খেলেছি। এটা আমাদের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই ভালো দল। আমাদের চেষ্টা থাকবে, যেভাবে আমরা ক্রিকেটটা খেলছি, যেভাবে উন্নতি হচ্ছে, প্রতিটি ম্যাচেই সেভাবে পারফর্ম করার জন্য।

সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধা ৬টায় প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে শেষ ও দ্বিতীয় ম্যাচটি হবে ১৬ জুলাই।

/আরআইএম

Exit mobile version