Site icon Jamuna Television

সিরাজগঞ্জে স্বামীর সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ঐতি রানী নামে এক কলেজছাত্রী। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে পরিবারের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

আত্মহননকারী ঐতি উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল চন্দ্র তালুকদারের মেয়ে। নিজ বাড়িতেই এ আত্মহত্যার ঘটনা ঘটে। সলঙ্গা থানা পুলিশ তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানাযায়, সুনামগঞ্জ জেলার বাবলু নামের এক ছেলের সাথে ফেসবুকে প্রেম হয় ঐতির। ৩ মাস আগে গোপনে বিয়ে হয় তাদের। স্বামীর সাথে অভিমান করে মেয়েটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ কক্ষে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version