Site icon Jamuna Television

নেপালের শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হলো বাংলাদেশের

শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হলো বাংলাদেশের। নেপালের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়েই আজ মাঠ ছেড়েছে স্বাগতিক বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সাফ জয়ের ১০ মাস পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ সেই নেপাল। যদিও এবার ডাগআউটে ছিলেন না দীর্ঘদিনের কোচ গোলাম রব্বানী ছোটন। তার অনুপস্থিতির প্রভাব ছিল দলের পারফরমেন্সেও।

এদিন, ম্যাচের শুরু থেকে তেমন কোনো আক্রমণ সাজাতে পারেনি সাবিনার দল। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ডেডলক ভাঙ্গেন অধিনায়ক সাবিনা খাতুন।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে শাহেদা আক্তার রিপার ডিফেন্স চেরা পাসে দারুণ ফিনিশিং দেন তিনি। এরপর, ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজছিল সফরকারীরাও। ম্যাচের ৭৩ মিনিটে গোলরক্ষক রুপনা চাকমার দুর্দান্ত সেভে সমতায় ফেরা হয়নি নেপালের।

তবে অতিরিক্ত সময়ে ঠিকই গোল আদায় করে নেয় নেপাল। স্কোর শিটে নাম তোলেন দলটির সেরা তারকা সাবিত্রা ভাণ্ডারি। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

/এসএইচ

Exit mobile version