Site icon Jamuna Television

ইভিএম সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাবে না: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ইভিএম সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাবে না। আজ শনিবার দুপুরে দলের বনানী কার্যালয়ে কুড়িগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, ৫ তারিখে দলের যৌথসভায় আলোচনার পর ইভিএম বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের বিষয়। তবে, জাতীয় পার্টি এখন আগের থেকে শক্তিশালী, মনে করেন এরশাদ। এককভাবে নির্বাচন করতে প্রস্তুত তার দল বলে জানান তিনি।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version