Site icon Jamuna Television

ভারতের উত্তরাঞ্চলে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৫০

ভারতের উত্তরাঞ্চলে চলমান বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো দেড়শো জনে। গেলো ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

রাজধানী ছাড়াও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে। নয়াদিল্লিতে ঐতিহাসিক রেডফোর্ট এলাকা বন্যায় জলাবদ্ধ। কাজের উদ্দেশে বের হওয়া দিল্লিবাসী পড়েছেন চরম দুর্ভোগে। রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্গত এলাকাগুলোয় জারি রয়েছে সর্বোচ্চ সর্তকতা।

এদিকে শুধু বৃহস্পতিবারই হিমাচল প্রদেশে দুর্যোগের কবলে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে এখনো ১৬ বাসিন্দা নিখোঁজ। প্রাকৃতিক বিপর্যয় থেকে এক হাজার পর্যটককে উদ্ধার করা হলেও, চন্দ্রতাল এলাকায় আটকা আড়াই শতাধিক ভ্রমণপিপাসু। ভূমিধস আর ফাটল দেখা দেয়ায় রাজ্যটির তিন শতাধিক রাস্তাঘাট এখনও বন্ধ।

এটিএম/

Exit mobile version