Site icon Jamuna Television

যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না: আইনমন্ত্রী

আখাউড়া প্রতিনিধি:

যারা সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিক না। নাগরিকত্ব পরিচয় দেয়াটা তাদের জন্য সঠিক নয়। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৪ জুলাই) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আনিসুল হক বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারে। তবে তারা যাই বলুক আমরা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনে চলেছি। তার কারণ একাত্তরের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা পেয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ সংবিধান উপহার দিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আমরা তার সেই নির্দেশনা মেনে শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবো বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version