Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হলেন নারী অর্থনীতিবিদ

অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ পেলেন নারী অর্থনীতিবিদ মিশেল বুলক। শুক্রবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে আলবানিজ প্রশাসন। খবর আল জাজিরার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী সাত বছরের জন্য রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন মিশেল বুলক। সেপ্টেম্বর মাসে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকটের জেরে সুদের হার বেড়েছে অস্ট্রেলিয়ায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ অর্থনীতিবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা দেশটির প্রধানমন্ত্রীর। এর আগে সেন্ট্রাল ব্যাংকে ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত ছিলেন মিশেল।

এসজেড/

Exit mobile version