Site icon Jamuna Television

পশ্চিমাদের পাঠানো অস্ত্র রণক্ষেত্রে প্রভাব ফেলবে না বরং সংঘাত বাড়বে: পুতিন

ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো অস্ত্র সহায়তায় রণক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। বরং এতে সংঘাত আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের ন্যাটো জোটের যোগ দেয়ার বিষয়েও বরাবরের মতো ঘোর বিরোধিতা জানান তিনি। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এ সতর্ক বার্তা দেন পুতিন। এ সময় তিনি বলেন, ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করার বিষয়টি অনেক আশার জন্ম দিয়েছিল। এগুলো অবশ্যই কিছু ক্ষতিসাধণ করেছে। কিন্তু রণক্ষেত্রে সংকটপূর্ণ কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি। বর্তমানে পশ্চিমাদের দেয়া ট্যাংক ধ্বংস করাই আমাদের সেনাদের মূল টার্গেট।

পুতিন আরও বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে এর আগেও বহুবার বলেছি, এটা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হবে। সেখানে বিশেষ সামরিক অভিযানের অন্যতম কারণও তো এটা। কিয়েভ ন্যাটোতে যোগ দিলে গোটা বিশ্বের জন্য তা উদ্বেগের কারণ হবে বলেও মন্তব্য করেন এ নেতা।

এসজেড/

Exit mobile version