Site icon Jamuna Television

ডেঙ্গু রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালগুলোতে

ডেঙ্গু রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। সব জেলাতেই রয়েছে ডেঙ্গুরোগী। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২শ ৩৯ জন।

রাজধানীর ৫৩টি সরকারি বেসরকারি হাসপাতালে চলছে ডেঙ্গুর চিকিৎসা। সবচেয়ে বেশি রোগী ভর্তি মুগদা জেনারেল হাসপাতালে। সরকারি বড় হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হচ্ছে ১ থেকে দেড়’শ জন। এবারের পরিবর্তীত ভেরিয়েন্টের আক্রমণে ডেঙ্গু ছাড়াচ্ছে আগের বহু রেকর্ড। জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথার মতো যে কোন উপসর্গে দ্রুত ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ডেঙ্গুর শক সিনড্রম থেকে বাঁচতে আগেও যাদের এ জ্বর হয়েছিলো তাদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাসপাতালগুলো। সরকারি হাসপাতালে ডেঙ্গুর এন এস ওয়ান পরীক্ষার ফি ৫০ টাকা করেছে স্বাস্থ্য বিভাগ।

এটিএম/

Exit mobile version