Site icon Jamuna Television

আরটিভির সাংবাদিকের বিরুদ্ধে রাজারবাগ পীর সিন্ডিকেটের মামলার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে আরটিভির সাংবাদিকের বিরুদ্ধে রাজারবাগ পীর সিন্ডিকেটের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে রাজধানীর সার্ক ফোয়ারায় মানববন্ধন করছেন সাংবাদিকরা।

শুক্রবার (১৪ জুলাই) প্রতিবাদে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টাস ইউনিটি, দুদক বিটের সাংবাদিকদের সংগঠন র‍্যাকসহ বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় নেতারা অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পাশাপাশি রাজারবাগ পীর সিন্ডিকেটের বিচার দাবি করেন।

কীভাবে প্রশাসনের নাকের ডগায় বসে রাজারবাগীরা দিনের পর দিন এমন অপকর্ম করে যাচ্ছেন সে প্রশ্ন তোলেন নেতারা। এর আগেও সংবাদ প্রকাশের জেরে দশের অধিক সাংবাদিককে বিরুদ্ধে মামলা দিয়েছে এই সিন্ডিকেট।

এটিএম/

Exit mobile version