রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে পানিতে ডুবে দুই প্রতিবন্ধীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে দুর্গাপুর উপজেলা পরিষদের পাশে একটি পুকুরে এই ঘটনা ঘটে।
মৃতরা হলো- ৮ বছরের শিশু মেঘা এবং ২০ বছরের নারী হীরা। তারা দু’জনেই প্রতিবন্ধী ছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শারীরিক প্রতিবন্ধী হীরা তার বৃদ্ধ বাবার কাপড় ধুয়ে দিতে পুকুরে যায়। সে বাক প্রতিবন্ধী মেঘাকে সাথে নেয়। এ সময় পুকুরের পাশে কাদায় পা পিছলে শিশুটি পুকুরের ডুবে যায়। পরে হীরা তাকে উদ্ধার করতে গেলে দু’জন পুকুরে পড়ে যায় এবং সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায় তারা। পরে স্থানীয়রা গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় খবর দেয়।
রাজশাহীর দুর্গাপুর থানার অফিস ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএইচ/

