Site icon Jamuna Television

চা বিক্রেতার ছদ্মবেশে ইয়াবা সিন্ডিকেটের মূল হোতাসহ ৫ কারবারিকে গ্রেফতার

চা বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে ইয়াবা সিন্ডিকেটের মূল হোতাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্তে আরও বড় কোনো সিন্ডিকেট আছে কি না, তাও খতিয়ে দেখা হবে। রাজধানীর মিরপুর ও গাবতলী থেকে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা সমমূল্যের ৪১ হাজার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উত্তর।

এছাড়াও মাদকপাচারকারিরা এখন মাদকবহনে রুট পরিবর্তন করছে। চা বিক্রেতা ছাড়াও নারীরা বিভিন্ন কায়দায় ইয়াবা পরিবহন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, মাদকপাচারকারীদের থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থাকে আরও স্মার্ট হতে হবে।

এটিএম/

Exit mobile version