Site icon Jamuna Television

ছেলে ও মেয়েদের প্রাইজমানি সমান করলো আইসিসি

ছবি: সংগৃহীত

আইসিসি টুর্নামেন্টে নারী-পুরুষ সমান প্রাইজমানি দেয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এখন থেকে সকল আইসিসি ইভেন্টে পুরুষদের সমান প্রাইজমানি পাবে নারীরা।

দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৩ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

আর্থিক সমতা অর্জনে ২০২৩ সালকে মাইলফলক ধরেছিল আইসিসি। তবে এ বছরই আর্থিক সমতার এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এ বছর হওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ১০ লাখ ইউএস ডলার, যেখানে ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া পুরুষ দল পেয়েছিলো ৪০ লাখ ইউএস ডলার। তবে, নতুন নিয়মে এখন থেকে সমান অর্থই পাবে নারী ও পুরুষরা।

২০২২ সালে অনুষ্ঠিত ছেলেদের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তান ৮ লাখ ডলার।

মেয়েদের ২০২২ ওয়ানডে বিশ্বকাপেও প্রাইজ মানি বাড়িয়ে করা হয় ৩৫ লাখ ডলার। ২০১৭ আসরে যা ছিল ২০ লাখ ডলার।

/আরআইএম

Exit mobile version