শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে: ফখরুল

|

হরতাল অবরোধ নয়, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৪ জুলাই) বিকালে নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে সমাবেশে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, হামলা-মামলা দিয়ে আন্দোলন দমানো যাবে না। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ‘একদফা’ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, পদযাত্রায় যোগ দিতে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্টেডিয়ামে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। মিছিল থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ সরকারের পতন চেয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে বৃহত্তর নোয়াখালীর পাঁচ জেলার নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply