Site icon Jamuna Television

আ. লীগের সকল সমাবেশেই শিরোনাম হবে শান্তি ও উন্নয়ন সমাবেশ: কাদের

ফাইল ছবি।

এখন থেকে আওয়ামী লীগের সকল সমাবেশেই শিরোনাম হবে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগস্ট মাসের বেশি সময় বাকি নেই। শোকের মাসের কর্মসূচি সবার জানা।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতাকর্মীরাও হতাশ। তাদের ভাবসাব দেখে মনে হয়েছিল ঢাকা শহর ঘিরে ফেলবে।

তিনি বলেন, প্রতিনিধি দল কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলেনি। তারা আসার আগে বিএনপি অপপ্রচার করেছিল। প্রতিনিধি দলের মূল কথা শান্তিপূর্ণ নির্বাচন। বন্ধু দেশ হিসেবে তারা এটা বলে গেছে। তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি, শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছিল। বিএনপি মিথ্যা তথ্য উপস্থাপন করে বিদেশিদের বিভ্রান্ত করে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছিল তা পেতে ব্যর্থ হয়েছে।

তিনি জানান, সংবিধানসম্মতভাবে নির্বাচনে যাবে আ. লীগ। স্বাধীন নির্বাচন কমিশন আছে। জনগণের প্রতি আস্থা থাকলে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version