Site icon Jamuna Television

দেশের বিভিন্ন জেলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নানা কর্মসূচি। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা হয়েছে শরীয়তপুরে। চুয়াডাঙ্গায় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

সকালে শরীয়তপুরে চলছিল জেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। হঠাৎ সেখানে অতর্কিত হামলা চালানো হয়। চলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয় অন্তত ২৫ জন।

চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। তৈরি হয় উত্তেজনা। একপর্যায়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

নাটোর ও ময়মনসিংহে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।

সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যোনে ফুল দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করে জেলা ও মহানগর বিএনপি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক আলোচনা সভা হয়েছে লক্ষ্মীপুরে।

পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

এছাড়া, নেত্রকোণাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।

Exit mobile version