Site icon Jamuna Television

বগুড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে ৬ মহিষসহ মালিকের মৃত্যু

ঘটনাস্থলের একাংশের ছবি।

বগুড়া ব্যুরো:

বগুড়ায় সেচ পাম্পের জন্য বাঁশের খুঁটিতে টানানো তারে জড়িয়ে ছয়টি গর্ভবতী মহিষ ও তাদের মালিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে সারিয়াকান্দি উপজেলার রামনগর গজারিয়ার একটি ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই মাঠে ৬টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিলেন তিন মহিষপালক। এ সময় মাঠের ওপর দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুতের খুঁটি আচমকা ভেঙে পড়ায় ৪৪০ ভোল্টের কভারবিহীন তারে জড়িয়ে যায় এক মহিষপালক ও ৬টি মহিষ। ঘটনাস্থলেই সবুজ মিয়া নামের এক মহিষপালক ও ছয়টি মহিষ প্রাণ হারায়।

মহিষগুলোর অন্য দুই মালিক জানান, ৬টি মহিষই আর কয়েক মাস পর বাচ্চা দিতো।

স্থানীয়দের অভিযোগ, নিজেদের সেচপাম্পে বিদ্যুত নিতে এমন ঝুঁকিপূর্ণভাবে বাঁশের খুঁটি ব্যবহার করেছিলেন কয়েকজন সেচপাম্প মালিক। অবৈধভাবে বিদ্যুত পরিবহণের জন্য প্রায় ১৮ লাখ টাকা দামের ৬টি গবাদি পশু ও একজন মানুষের প্রাণহানী ঘটেছে।

এ প্রসঙ্গে সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা হয়েছে। তবে ক্ষতিগ্রস্থদের স্বজনরা অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ

Exit mobile version