Site icon Jamuna Television

কুড়িগ্রামে জলাবদ্ধতা ও বন্যার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের পৃথক উপজেলায় জলাবদ্ধতা ও বন্যার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে নাগেশ্বরী উপজেলায় বানের পানিতে পড়ে একজন এবং ভূরুঙ্গামারী উপজেলায় দুই চাচাতো ভাই জলাবদ্ধতায় পড়ে মারা যায়।

নাগেশ্বরী উপজেলার নিহত শিশুর নাম সজিব (৭)। সে বল্লভেরখাস ইউনিয়নের ফান্দের চর এলাকার শাজাহান মিয়ার ছেলে। বন্যার পানিতে কলা গাছের ভেলা ভাসিয়ে ঘুরতে গিয়ে মারা যায় সে।

নিহত শিশু সজিবের চাচা আনোয়ার হোসেন জানান, কয়েকজন শিশু মিলে কলাগাছের ভেলায় ঘুরে বেড়াচ্ছিল। একপর্যায়ে অন্য শিশুরা উপরে উঠলেও সজিব পড়ে গিয়ে সেখানেই মারা যায়।

অন্যদিকে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে নিচু জমির বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেখানে খেলতে গিয়ে পানিতে ডুবে জাবির (২) এবং আদিব (২) নামে দুই শিশুর মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে এবং আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টোর ছেলে।

এএআর/

Exit mobile version