Site icon Jamuna Television

উপসাগরীয় এলাকায় আরও ফাইটার জেট মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

ইরানের সাথে উত্তেজনার জেরে উপসাগরীয় এলাকায় সামরিক শক্তিমত্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র নিশ্চিত করেছে, হরমুজ প্রণালীতে মোতায়েন করা হবে আরও একাধিক এফ-সিক্সটিন ফাইটার জেট। খবর রয়টার্সের।

শুক্রবার (১৪ জুলাই) নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের হাত থেকে তাদের জাহাজের সুরক্ষায় নেয়া হচ্ছে এ পদক্ষেপ। চলতি সপ্তাহের শেষে হরমুজ প্রণালীতে মার্কিন বহরের সাথে যুক্ত হবে নতুন যুদ্ধবিমানগুলো।

জাহাজ পারাপারের সময় আকাশসীমায় সুরক্ষা দেবে এফ-সিক্সটিন জেট। ওয়াশিংটনের দাবি, গত সপ্তাহে হরমুজ প্রণালীতে দু’টি তেল ট্যাংকার জব্দের চেষ্টা করে তেহরান। ঘটনাস্থলে তাদের মিসাইল ডেস্ট্রয়ার পৌঁছানোর পর ছেড়ে দেয়া হয় জাহাজগুলো। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় দু’দেশের মধ্যে। এছাড়া সিরিয়ার আকাশসীমায় ক্রমাগত টহল বাড়িয়ে আগ্রাসী আচরণ করছে রাশিয়া। এমন অভিযোগও রয়েছে পেন্টাগনের।

এটিএম/

Exit mobile version