‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ নীতি লঙ্ঘন করায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংল্যান্ডের ঐহিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে জরিমানা করেছে উয়েফা। খবর রয়টার্সের।
উয়েফা জানায় ২০২২ অর্থ বছরে ‘লাভের হিসাব ভুলভাবে তুলে ধরায়’ বার্সেলোনাকে জরিমানা করা হয়েছে। ৫ লাখ ইউরো পেনাল্টি দিতে হবে কাতালান ক্লাবটিকে। ৩ লাখ ইউরো জরিমানা করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তাদের অপরাধ ভিন্ন।
উয়েফা বলছে, ব্রেক-ইভেন ঘাটতির জন্য সাজা দেয়া হয়েছে ম্যানইউকে। ব্রেক ইভেনের আওতায় ফুটবলার ট্রান্সফার, বেতন ও সামাজিক কর দেয়ার ক্ষেত্রে অনিয়ম করেছে ক্লবাটি। একই অপরাধে ১ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে অ্যাপোয়েল এসফি ও কোন্যাসপোরকে।
এটিএম/

