Site icon Jamuna Television

কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারকে নিয়োগ দিলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

অস্ট্রেলিয়ান জাস্টিন ল্যাঙ্গারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। খবর ইএসপিএন ক্রিক ইনফোর।

আইপিএলে গত দুই মৌসুম ধরে অংশ নিচ্ছে লক্ষ্ণৌ। সে সময় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন অ্যান্ডি ফ্লাওয়ার। সাবেক জিম্বাবুইয়ান উইকেটকিপার-ব্যাটারের সাথে চুক্তি শেষ হওয়ায় আর নবায়ন করেনি ফ্রাঞ্চাইজিটি। তার জায়গায় নতুন প্রধান কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারকে নিয়োগ দিলো লক্ষ্ণৌ।

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়ে জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, আমি দলটার অংশ হতে পেরে রোমাঞ্চিত।’ এরআগে ২০১৮ থেকে ২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন ল্যাঙ্গার।

এটিএম/

Exit mobile version