Site icon Jamuna Television

আ. লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

ক্ষমতাসীন আওয়ামী লীগের ৯ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছেন ইইউ’র প্রতিনিধি দল।

শনিবার (১৫ জুলাই) দুপুরে বনানীর হোটেল শেরাটনে শুরু হয়েছে বৈঠক। আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ও আন্তর্জাতিক কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

ঢাকা সফরের পর প্রতিনিধি দলটি যে প্রতিবেদন দেবে, তার ওপর ভিত্তি করেই আগামী নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এটিএম/

Exit mobile version