Site icon Jamuna Television

নরসিংদীতে ১ হাজার পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর রায়পুরা থেকে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ স্বপন মিয়া (৪৫) নামে ১২ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়ার কোমড়া বিল সংলগ্ন জনৈক মনু মিয়ার বাড়ির সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় মারামারি, হত্যা চেষ্টা, নারী নির্যাতন, অস্ত্র ও বিস্ফোরকসহ ১২ মামলার আসামি স্বপন মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা শেষে স্বপন মিয়াকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, শুক্রবার বিকেলে রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত স্বপন মিয়া রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে।

/এটিএম

Exit mobile version