Site icon Jamuna Television

‘রাজনৈতিক সহযোগিতা ছাড়া পরিবেশ বাঁচানো সম্ভব নয়’

রাজনৈতিক কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া পরিবেশ বাঁচানো সম্ভব নয়, এ কথা বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এম এম আকাশ। অন্যদিকে, ব্যক্তি অংশগ্রহণ ছাড়া সরকারের এককভাবে সব কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

শনিবার (১৫ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আয়োজন করা হয় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ১২তম সাধারণ সভা। এতে তারা এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় সংবিধান সংশোধন পর্যন্ত করেছে সরকার। তবে, সবার সহযোগিতা ছাড়া তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্পদের অপব্যবহারকারী এবং ভোগকে প্রাধান্য দেয়া দেশগুলো পরিবেশের বেশি ক্ষতি করছে। আর এর প্রভাব পড়ছে সারা বিশ্বে। বড় গাছ কেটে, ফুল গাছ লাগানো হচ্ছে বলে সভায় সরকারের সমালোচনা করেন তারা।

/এমএন

Exit mobile version