Site icon Jamuna Television

‘ব্যাংকিং খাতের আর্থিক সংকটের মূল কারণ খেলাপি ঋণ’

অর্থনৈতিক অস্থিরতা ও সংকটের মূল কারণ ব্যাংকিং খাতের খেলাপি ঋণ। খেলাপি ঋণের বড় অংশ বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এর ফলেই বৈদেশিক মুদ্রার মজুদ কমে যাওয়া, ডলার সংকট এবং টাকার অবমূল্যায়ন হয়েছে। যা মূল্যস্ফীতি বাড়ার ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া খেলাপি ঋণ কমিয়ে আনা সম্ভব নয় বলেও মনে করেন তারা।

শনিবার (১৫ জুলাই) ফোরাম ফর বাংলাদেশ স্ট্যাডিজ আয়োজিত ব্যাংকিং খাতের সংকট ও এর সমাধান নিয়ে অনলাইন আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আরও বলেন, বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের যে তথ্য দিয়ে থাকে তা সঠিক নয়। এটি জাতির সাথে প্রতারণা বলেও মন্তব্য করেন।

অর্থনীতিবিদরা বলেন, দেশে খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকার বেশি। ঋণ খেলাপিরা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে। বারবার আইন পরিবর্তন করে সরকারিভাবেও খেলাপিদের পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ করেন আলোচকরা।

তারা আরও বলেন, ঋণের টাকা পাচার হলেও রেমিট্যান্সের কারণে ব্যাংকিং খাতকে কখনো আমানত সংকটে পড়তে হয়নি। পাচার বন্ধে দুর্নীতির বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান নেয়ার কথাও বলেন অর্থনীতিবিদরা।

/এমএন

Exit mobile version