Site icon Jamuna Television

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে সম্প্রতি মিয়ামিতে পৌছেছেন তিনি। তবে গিয়েই বিপদে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। খবর মিররের।

শনিবার (১৫ জুলাই) ভোরে ফ্লোরিডায় ট্রাফিক সিগন্যালের বাতি জ্বলে উঠলেও দাঁড়িয়ে থাকার পরিবর্তে মেসির গাড়ি সংকেত অমান্য করে এগিয়ে যায়। এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যান এলএমটেন। পরে তার গাড়িটি ফ্লোরিডার রাজ্য পুলিশ আটকে ফেলে।

মেসির গাড়ি সিগন্যাল অমান্য করায় অন্য গাড়িগুলো সতর্ক হয়ে গতি কমিয়ে দেয়। এফসিবি আলবিসেলেস্তে তাদের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করে। তবে গাড়িটি মেসি নিজে চালাচ্ছিলেন না অন্য কেউ, তা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, গত বুধবার (১৩ জুলাই) মিয়ামিতে পৌঁছেছেন মেসি। এরপর ফ্লোরিডার ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা যায় আর্জেন্টাইন তারকাকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

এএআর/

Exit mobile version