Site icon Jamuna Television

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে আসন্ন নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন ব্রাজিলের নির্বাচনী আদালত। শুক্রবার ৭ সদস্যের বিচারক প্যানেল এ রায় দেন।

বলা হয়, ব্রাজিলের আইন অনুসারে দুর্নীতির দায়ে দণ্ডিতদের নির্বাচন করার সুযোগ নেই। লুলা’র ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না। এ রায়ে অক্টোবরের নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়লো ব্রাজিলে। গেল বছর অর্থ পাচার ও ঘুষ গ্রহণের দায়ে ১২ বছরের জেল হয় লুলা সিলভার। কিন্তু এ সাজাকে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক অভিহিত করে, তাকেই প্রার্থী ঘোষণা করে ব্রাজিলের প্রধান দল ওয়ার্কার্স পার্টি। এখন পর্যন্ত জনমত জরিপেও অনেক এগিয়ে ৭২ বছর বয়সী লুলা। তার আইনজীবীরা অবশ্য এখনও হাল ছাড়তে নারাজ। উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন তারা।

২০০৩ থেকে টানা ৮ বছর প্রেসিডেন্ট ছিলেন লুলা দি সিলভা। অনেকেই ব্রাজিলে উন্নয়নের কৃতিত্ব দেন তাকে।

Exit mobile version