Site icon Jamuna Television

হাওয়া ভবনের মতো এখন খাওয়া ভবন নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশে এখন হাওয়া ভবনের মতো খাওয়া ভবন নেই। বদলে যাওয়া বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। সেই দায়িত্ব ব্যবসায়ীদের। সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ জুলাই) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। একইসাথে ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করেছে সরকার। দেশের উন্নয়নে বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। আর কোন ব্যবসায়ী কোন দল করেন, সেটা বিবেচনা করে না। সকল ব্যবসায়ীকে সমান দৃষ্টিতে দেখা হয়। একইসাথে ব্যবসার জন্য নতুন বাজার খোঁজার কথাও জানান তিনি।

সরকার প্রধান আরও বলেন, দেশকে স্মার্ট করতে সবক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে দক্ষ জনশক্তি তৈরি করা হয়েছে।

/এমএন

Exit mobile version