Site icon Jamuna Television

পাবনায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি আটক

উদ্ধারকৃত পিস্তল ও গুলি।

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত মুক্তার আলী (৫৫) উপজেলার চকচৌকিবাড়ী গ্রামের এসকেন আলীর ছেলে।

এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলা দায়ের হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার (১৫ জুলাই) চকচৌকিবাড়ী গ্রামস্থ পাটকাঠি পোড়ানো ফ্যাক্টরির (কার্বন ফ্যাক্টরি) পাহারাদারের শয়নকক্ষে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি রিভলবার এবং দুই রাউন্ড গুলিসহ পাহারাদার মুক্তার আলীকে আটক করে।

এএআর/

Exit mobile version