Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে দাবদাহ, স্বাস্থ্য সতর্কতায় এক-তৃতীয়াংশ বাসিন্দা

তীব্র গরমে নাকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। অতিরিক্ত গরমের কারণে সতর্কতা জারি করা হয়েছে প্রায় এক-তৃতীয়াংশ বাসিন্দার ওপর। খবর রয়টার্সের।

ওয়াশিংটন, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দাবদাহে পুড়ছে। এরইমধ্যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এসব অঞ্চলের ১১ কোটির বেশি বাসিন্দা। খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে। এদিকে কুলার ও এয়ারকন্ডিশনারের ব্যবহার বেড়ে যাওয়ায় লোডশেডিং বেড়েছে টেক্সাসে।

/এমএন

Exit mobile version