Site icon Jamuna Television

জর্জিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। শনিবার (১৫ জুলাই) স্থানীয় সময় সকালের দিকে হ্যাম্পটন শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর সিএনএন এর।

প্রশাসন জানায়, নিহতদের মধ্যে তিন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের ওপর আকস্মিক হামলা চালায় এক ব্যক্তি। নিহতরা হামলাকারীর পূর্ব পরিচিত কিনা সে বিষয়েও কিছু জানতে পারেনি পুলিশ।

এ ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেফতারে অভিযান চলছে। সন্দেহভাজন ওই হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে এরই মধ্যে। তাকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে প্রশাসন।

এসজেড/

Exit mobile version