Site icon Jamuna Television

পার হয়ে গেলো ২৮ সপ্তাহ, থামছেই না বিক্ষুব্ধ ইসরায়েলিরা

টানা ২৮ সপ্তাহ পার হলো বিচারবিভাগ সংস্কার বিলের বিরুদ্ধে ইসরায়েলের বিক্ষোভ কর্মসূচির। শনিবার (১৫ জুলাই) এক লাখের বেশি মানুষ জড়ো হয় তেল আবিবের রাজপথে। খবর রয়টার্সের।

বিশাল পতাকা নিয়ে মিছিল করে তারা। প্রতিবাদ জানায় সরকারের বিতর্কিত বিলের বিরুদ্ধে। জেরুজালেমেও হয়েছে বিক্ষোভ। সরকারের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে শ্লোগান দেয় আন্দোলনকারীরা। নেতানিয়াহু প্রশাসনের কার্যক্রমকে স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দেন তারা।

গত ডিসেম্বরের শেষে ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সংশোধনীতে, সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে হস্তক্ষেপের অধিকার দেয়া হয় পার্লামেন্টকে। এ পদক্ষেপের তীব্র নিন্দা জানায় ইসরায়েলিরা। সরকারকে চাপ দিতে কয়েক মাস ধরে চলছে ধারাবাহিক আন্দোলন।

এটিএম/

Exit mobile version