Site icon Jamuna Television

উয়েফার ‘অসঙ্গতিপূর্ণ’ জরিমানার বিরুদ্ধে আপিল করবে বার্সা

ছবি: সংগৃহীত

আর্থিক অসামঞ্জস্যের কারণে বার্সেলোনাকে আর্থিক জরিমানার যে সাজা দিয়েছে উয়েফা, সেটাকে ‘অসঙ্গতিপূর্ণ’ বলে অভিহিত করে সেই সাজার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি। বার্সা ইউনিভার্সের খবর।

২০২২ সালে আর্থিক সঙ্গতির নীতি না মানায় বার্সেলোনাকে পাঁচ লাখ ইউরো আর ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা। ম্যানচেস্টার ইউনাইটেড এই শাস্তি মেনে নিলেও আপিল করতে যাচ্ছে বার্সেলোনা, নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম। বার্সেলোনার রেডিও ‘কাদেনা সার’র প্রোগ্রাম কারুসেল দেপোর্তিভোতে বলা হয়, কাতালান ক্লাবটি মনে করে তারা নির্দোষ। ২০২২ সালে সবকিছুই লা লিগার অনুমোদন নিয়েই করেছে তারা।

উয়েফা জানায়, ২০২২ অর্থবছরে ‘লাভের হিসেব ভুলভাবে তুলে ধরায়’ বার্সেলোনাকে জরিমানা করা হয়েছে। ৫ লাখ ইউরো পেনাল্টি দিতে হবে কাতালান ক্লাবটিকে। উয়েফা বলছে, ফুটবলার ট্রান্সফার, বেতন ও সামাজিক কর দেয়ার ক্ষেত্রে অনিয়ম তথা লাভের ঘোষণায় আর্থিক অসঙ্গতি রয়েছে ক্লাবটির। একই অপরাধে ১ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে অ্যাপোয়েল এসফি ও কোন্যাসপোরকে।

আরও পড়ুন: দুই বছরের জন্য মেসি ইন্টার মায়ামির

/এম ই

Exit mobile version