Site icon Jamuna Television

শুনানির একদিন আগেই দেশ ছেড়েছেন সম্রাট

ছবি: যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট । ফাইল ফটো

রিট শুনানির একদিন আগেই দেশ ছেড়েছেন যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

রোববার (১৬ জুলাই) হাইকোর্টকে সম্রাটের বিদেশ যাওয়া কথা জানান তার আইনজীবী। তিনি জানান, শনিবার রাতে চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই কলকাতা গিয়েছেন তিনি। এ সময় সম্রাট সঠিক সময়ে দেশে ফিরছেন কিনা তা ১ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেন। পরবর্তীতে ১৩ জুলাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন। এর আগে ১ জুন সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন আদালত।

এটিএম/

Exit mobile version