Site icon Jamuna Television

রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের অবরোধ, ঢাকার সাথে সারাদেশের রেল চলাচল বন্ধ

রাজধানীর এফডিসি এলাকায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ।

রোববার (১৬ জুলাই) সকাল ১০টার পর থেকে কোনো ট্রেন ঢাকায় প্রবেশ করেনি বা ছেড়ে যায়নি।

রেল কর্তৃপক্ষ জানায়, শ্রমিকরা লাইন ছেড়ে দিলেই আবার সব ট্রেন চলাচল শুরু হবে। এর আগে সকাল ১০টার দিকে এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর অবস্থান নেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এ সময় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন তারা। রেলেওয়ের নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের চাকরি ফেরত দেয়া, চাকরি স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করাসহ নিয়োগবিধি সংশোধনের দাবি জানান তারা। ৪র্থ শ্রেণির কর্মচারীদের যোগ্যতা ৮ম শ্রেণি পাশ বহাল রাখার দাবিতেও কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকেরা।

তাদের অভিযোগ, বারবার রেল ভবনে স্মারকলিপি দিয়েছেন। কোনো প্রতিকার না পাওয়ায় এই কর্মসূচী পালনে বাধ্য হয়েছেন তারা।

এটিএম/

Exit mobile version