Site icon Jamuna Television

সিরিজ জয়ের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ; একাদশে ২ পরিবর্তন

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আবহাওয়া ও কন্ডিশনের কথা মাথায় রেখে আফগানিস্তানকে আগে ব্যাট করতে পাঠানোর কথা জানিয়েছেন সাকিব। বাংলাদেশ একদশে এসেছে দুই পরিবর্তন। কাধের ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার রনি তালুকদার। এছাড়াও শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ।

আজ (১৬ জুলাই) সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। টস ভাগ্যে জয়ী হয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগের ম্যাচের মতো তিন জন করে পেসার ও স্পিনার নিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই বাঁহাতি সাকিব আল হাসান ও নাসুম আহমেদের সঙ্গে থাকছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

পেস বোলিং বিভাগে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নেয়া হয়েছে দুই ডানহাতি তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

অন্যদিকে, সিরিজ বাচানোর এ ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে আফগানিস্তানও। পেসার ফরিদ আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে ওফাদার মোমান্দ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ওফাদার মোমান্দ, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী।

/আরআইএম

Exit mobile version