Site icon Jamuna Television

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী, মুফতি ফয়জুল্লাহ মহাসচিব

ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক জাতীয় কনভেনশনে দলটির বর্তমান চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীকে আবারও চেয়ারম্যান এবং মুফতি ফয়জুল্লাহকে মহাসচিব মনোনীত করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। এর আগে, জাতীয় কনভেনশনে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। এ সময় দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহের কথা জানান। তবে ভোট চুরির নির্বাচন হতে দিবে না, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ভোট হতে হবে বলেও জানান তারা।

জেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সিনিয়র নেতাদের তৎপর হওয়ার আহ্বান জানান তৃণমূলের নেতারা।

/এমএন

Exit mobile version