Site icon Jamuna Television

সিলেটে বৃষ্টি থেমেছে; যখন শুরু হবে ম্যাচ

ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা বন্ধ হলেও কিছুক্ষণের মধ্যেই ফের ম্যাচ শুরু হচ্ছে। সিলেটে বৃষ্টি থেমেছে, মাঠ থেকে কাভারও সরানো হচ্ছে। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে জানা যাবে ম্যাচ শুরুর সময়, আম্পায়াররা পর্যবেক্ষণ করে নেবেন সিদ্ধান্ত। মাঠ খেলার উপযোগী হয়ে উঠলেই ফিল্ডিংয়ে নামবে টাইগাররা।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের নেয়া সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি টাইগার বোলাররা। ইনিংসের প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসে তৃতীয় ওভারে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকেও আউট করেছেন বাংলাদেশ দলের স্পিডস্টার।

আফগান ইনিংসের ৭ ওভার ২ বলের পর শুরু হয় বৃষ্টি। আর তাই বন্ধ হয়ে যায় খেলা। ৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

/আরআইএম

Exit mobile version