Site icon Jamuna Television

ফতুল্লায় চাঞ্চল্যকর মৌসুমী হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর মৌসুমি হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শনিবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জজ মিয়া (৪৭), সেলিনা বেগম (৪৫) ও সোনালী আক্তার (২৫)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২০ সালে ২৩ ডিসেম্বর ফতুল্লার চানমারী এলাকায় পরকীয়ার বলি হন গৃহবধূ মৌসুমি। তাকে গায়ে তারপিন ঢেলে পুড়িয়ে হত্যা করে আসামিরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এএআর/

Exit mobile version