Site icon Jamuna Television

মুক্তি পেলো ‘তাকদীর’ এর দক্ষিণী রিমেকের ট্রেলার

ছবি: টুইটার

স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া ‘তাকদীর’ সিরিজটির দক্ষিণি রিমেক ‘দয়া’র ট্রেলার মুক্তি পেলো। গত মাসে জানা যায়, সিরিজটির তেলেগু রিমেক হচ্ছে। এবার মুক্তি পেল ‘দয়া’র ট্রেলার।

রোববার (১৬ জুলাই) দুপুরে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ২ মিনিট ৮ সেকেন্ডের ট্রেলার। তাকদীরের রিমেক এ সিরিজটি এক ফ্রিজার ভ্যানচালকের জার্নির গল্প বলে। কাজে বেরিয়ে আচানক ভয়ানক এক বিপদের মুখে পড়ার পর তার সঙ্গে কী কী ঘটে, ট্রেলারজুড়ে তার কিছুটা ঝলক দেখা গেছে।

‘তাকদীর’এ চঞ্চল চৌধুরী যে চরিত্রে অভিনয় করেছেন, ‘দয়া’তে সেটা করেছেন জে ডি চক্রবর্তী। রাম গোপাল ভার্মার ‘সত্য’ (১৯৯৮) সিনেমায় তার অভিনয় এখনও সবার চোখে লেগে আছে। এই দক্ষিণি অভিনেতা কাজ করেছেন হিন্দি, তামিল, তেলেগুসহ বহু ভাষায় নির্মিত সিনেমায়। সিরিজে আরও অভিনয় করেছেন এশা রেব্বা, কমল কামারাজু, রাম্য নামবিশান প্রমুখ।

আগামী ৪ আগস্ট পবন সাদিনেনি পরিচালিত সিরিজটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।

/এএম

Exit mobile version