Site icon Jamuna Television

নিবন্ধন না দিয়ে ইসি আইন ও সংবিধান লঙ্ঘন করেছে: এবি পার্টি

সকল শর্ত পূরণ সত্ত্বেও আমার বাংলাদেশ (এবি) পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক মূল্যবোধ, নিয়ম-নীতি, আইন ও সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দলটি।

রোববার (১৬ জুলাই) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এবি পার্টিকে নিবদ্ধন না দেয়া প্রহসনমূলক বলে দাবি করেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা হবে। নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের অঙ্গসংগঠন বলেও অভিযোগ করেন।

এবি পার্টিকে নিবন্ধন না দেয়ার কারণে নির্বাচন কমিশন এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন দলটির নেতারা।

/এমএন

Exit mobile version