
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তিতাস নদীর শিমরাইলকান্দি ঘাট থেকে মেড্ডা শ্মশান ঘাট পর্যন্ত এই নৌকাবাইচের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত চমৎকার এই নৌকাবাইচ দেখতে সকাল থেকেই তিতাস পাড়ে ভীড় করে হাজারো দর্শক।
নৌকাবাইচে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুনে নেসা বাপ্পি, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মো. মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. তৌফিকুর রহমান তপু, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
প্রতিযোগিতায় নৌকা নিয়ে অংশগ্রহণ করে ১১টি দল। প্রতিযোগিতায় বিজয়ী হয় নাসিরনগরের হরিপুর চেয়ারম্যান দেওয়ান মো. আখি’র নৌকা।
 
				
				
				
 
				
				
			


Leave a reply