Site icon Jamuna Television

দেশের ৭ পৌরসভায় শুরু ভোটগ্রহণ

দেশের ৭ পৌরসভাতেও ভোট হচ্ছে আজ। দীর্ঘদিন পর পৌরসভা নির্বাচন হওয়ায় উচ্ছ্বসিত ভোটাররা।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পৌরসভাগুলো হলো, পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারি, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। ইভিএমে ভোটগ্রহণ করা হবে সবগুলো পৌরসভায়।

এটিএম/

Exit mobile version